Sunday, August 24, 2025
HomeScrollবেহাল প্রতিরক্ষা, পাকিস্তানের সেনা বিদ্রোহ, রাষ্ট্রায়ত্ত দায়ে গ্রেফতার সেনাপ্রধান

বেহাল প্রতিরক্ষা, পাকিস্তানের সেনা বিদ্রোহ, রাষ্ট্রায়ত্ত দায়ে গ্রেফতার সেনাপ্রধান

ওয়েব ডেস্ক: ভারতের (India) প্রত্যাঘাতে ভয়ে থর থর করে কাঁপছে পাকিস্তান (Pakistan)। এই লাহৌর, করাচি, ইসলামাবাদ সহ পাকিস্তানের সাত শহরে প্রত্যাঘাত করেছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে (Asif Munir) আটক করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে বরখাস্ত করে গ্রেফতার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল সামসাদ মির্জা। যিনি পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ভারতে একের পর এক প্রত্যাঘাতে থরহরি কম্পমান পাক সরকার। পাকিস্তানের হামলা ভারতে (India) কাছে ধোপে টিকল না। সব হামলা একের পর প্রতিহত করছে ভারত। পাকিস্তানের সাত বড় শহরে হামলা চালিয়েছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক ক্ষেত্রে আমূল পরিবর্তন। দেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরকে ( Asif Munir) বরখাস্ত করে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আসিম মুনিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক কার্যকলাপ এবং রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে পাক সামরিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতেই তাঁকে বরখাস্ত ও পরে গ্রেফতার করা হয়। নতুন সেনাপ্রধান জেনারেল সামসাদ মির্জা অতীতে আইএসআই ও জিএইচকিউ-তে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে ইমরান খান সমর্থিত আন্দোলন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং তালিবান হুমকি— সব মিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News